ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ১৮ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

গতমাস থেকে করোনার পুরনো রূপ দেখতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, যা এখন পর্যন্ত অব্যহত রয়েছে। তবে প্রথমবারের দেশটিতে একদিনে আক্রান্তের তুলনায় সুস্থতা লাভ করেছেন অধিক সংখ্যক রোগী। যার সংখ্যা পৌনে ৩০ লাখে দাঁড়িয়েছে। করোন হানা দিয়েছে এখন পর্যন্ত ৫৬ লাখের বেশি মানুষের দেহে। যেখানে প্রাণ হারিয়েছেন ১ লাখ প্রায় ৭৪ হাজার ভুক্তভোগী। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, এখন পর্যন্ত পুনরুদ্ধার হয়েছেন ২৯ লাখ ৭৩ হাজার ৫৮৭ জন রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছেন ৫০ হাজার ৮৬৩ জন। একই সময়ে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৬১২ জন। এ নিয়ে করোনাক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫৬ লাখ ১২ হাজার ২৭ জনে দাঁড়িয়েছে। 

অন্যদিকে, গত একদিনে মৃত্যু হয়েছে ৫৮৯ জনের। যেখানে মোট প্রাণহানি বেড়ে ১ লাখ ৭৩ হাজার ৭১৬ জনে ঠেকেছে।  

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা এখন ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৬ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৩৪৩ জনের। 

ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে ৫ লাখ ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। ইতোমধ্যে সেখানে ৯ হাজার  ৫৪১ জনের মৃত্যু হয়েছে করোনায়। 

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭২ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ১০ হাজার ১২০ জনের।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ সাড়ে ৫৬ হাজার। এর মধ্যে ৩২ হাজার ৯২০ জনের মৃত্যু হয়েছে। 

জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৩৯ হাজার। মৃত্যু হয়েছে সেখানে ৪ হাজার ৭২৭ জন মানুষের। 

আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে ইলিনয়েসে। যেখানে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২ লাখ ৯ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৯৬৭ জন। 

নিউ জার্সিতে করোনার শিকার প্রায় ১ লাখ ৯৪ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ২১ জনের। বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে ভাইরাসটি।

এছাড়া, অ্যারিজোনা, ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি